যে সমস্ত ব্যক্তিত্ব বাঙালি ও বাংলার সংস্কৃতিকে বিশ্বের মানচিত্রে স্থাপন করেছেন সত্যজিৎ রায় তাঁদের মধ্যে অন্যতম। তাঁর বিচরণের মূল এলাকা চলচ্চিত্র। ১৯৬৮ সালে তাঁর নির্দেশনায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে তৈরি হয় গুপী গাইন বাঘা বাইন নামে এক অসাধারণ চলচ্চিত্র। প্রতিটি চলচ্চিত্র নির্মাণের আগে চলত প্রস্তুতি পর্ব। যে যুগ, যে পরিবেশের উপর ভিত্তি করে গড়ে উঠত চলচ্চিত্রের কাহিনী তার অনুপুঙ্খ বর্ণনা, সমগ্র চলচ্চিত্রের পরিকল্পনা, পোশাক-পরিচ্ছদ, চরিত্রগুলির খুঁটিনাটি ধরা থাকত তাঁর লাল রঙের বাঁধানো খেরোর খাতাগুলিতে। ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ এই প্রথম গুপী গাইন বাঘা বাইন-এর খেরোরখাতার অবিকল সটীক আন্তর্জাল বৈদ্যুতিন সংস্করণ প্রস্তুত করেছে। খেরোরখাতার এই আন্তর্জাল সংস্করণে থাকছে গুপী গাইন বাঘা বাইন সংক্রান্ত অন্যান্য তথ্য, টিকা, চলচ্চিত্রের খণ্ডিতাংশের উপস্থাপনা, মূল গল্পের ইংরেজি অনুবাদ ইত্যাদি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এরকম উদ্যোগ এই প্রথম।